Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৬

পটুয়াখালীতে কৃষি যান্ত্রিকীকরণের ওপর কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-09-07

বৈচিত্রময় কর্মসংস্থান কৃষিতে শ্রমিক সংকট সৃষ্টি করছে, কিন্তু এ সংকট উৎপাদন ব্যবস্থাপনায় খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এর কারণ হচ্ছে যান্ত্রিক কৃষির আর্বিভাব। কৃষিকে লাভজনক করতে হলে জনশক্তির চেয়ে যান্ত্রিক শক্তি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করার কোন বিকল্প নেই। বর্তমানে কৃষির বহু কর্মকান্ড যান্ত্রিকভাবে করা হলেও যন্ত্র নির্ভর কৃষি কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারেনি। এটি নিশ্চিত করতে হলে দেশে ব্যবহার উপযোগী যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির ওপর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আবশ্যক জোর দেয়া প্রয়োজন। এসবের পাশাপাশি কি ধরণের যন্ত্র কৃষকের জন্য বেশি দরকার এবং এর মূল্যসহ কারিগরী বিভিন্ন বিষয় নিয়ে দিনব্যাপি এক কর্মশালা গত ৫ সেপ্টেম্বর পটুয়াখালী শহরের এসডিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টঝঅওউ এর অর্থায়নে আন্তর্জাতিক গম ও ভূট্টা উন্নয়ন কেন্দ্র (সিমিট) এবং আইডিই বাংলাদেশ আয়োজিত সিসা-এমআই প্রকল্পের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম মাতুব্বর। তিনি বলেন, সিসা-এমআই প্রকল্প কর্তৃক প্রচলিত জাম্বু পাম্প, রিপার, সিডার এ অঞ্চলের কৃষকের নিকট সমাদৃত হয়েছে। এখন প্রয়োজন এ সমস্ত যন্ত্রের ভালো মন্দ দিকগুলো বিবেচনায় নিয়ে আরও বেশি এলাকায় এর সম্প্রসারণ ঘটানো। এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের পাশে থাকবে। ডিএই বরগুনার উপপরিচালক সাইনুর আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম ইকবাল হোসেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান তালুকদার, সিমিট বরিশাল হাবের কো-অর্ডিনেটর হীরা লাল নাথ, আইডিই প্রতিনিধি মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। এতে কৃষকসহ ডিএই, মৎস্য অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিএডিসি, এসআরডিআই, আরএফএল এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ৫০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।